Translations by Md. Zahidur Rahman

Md. Zahidur Rahman has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 230 results
~
To burn an image, open the \menu{Project} menu, then choose \menu{New Project}, and then \menu{Disc copy}. Brasero will open the \window{Image Burning Setup} window. Click on the \dropdown{Select a disc image to write} drop-down and the \window{Select Disc Image} window will appear. Navigate your way to the image you wish to burn, click on it, and then click \button{Open}.
2010-04-08
ইমেজ বার্ন করার জন্য \menu{Project} মেনুটি খুলুন, তারপর \menu{New Project} পছন্দ করুন, এবং \menu{Disc copy}। ব্রাসেরো\window{Image Burning Setup} উইন্ডোটি খুলবে। ড্রপ ডাউন থেকে \dropdown{Select a disc image to write} এটির উপর ক্লিক করুন এবং \window{Select Disc Image} উইন্ডো দৃশ্যমান হবে। যে ইমেজটি বার্ন করতে চান সেটি খুজে বের করুন, এর উপর ক্লিক করুন, এবং \button{Open} বাটনে ক্লিক করুন।
~
Webcams often come built into most laptops and netbooks. Some computers, such as Apple desktops, also have webcams built into the monitors. The rest of the webcams typically use \acronym{USB} connections. To use a \acronym{USB} webcam, plug it into an open \acronym{USB} port in your computer.
2010-04-08
বেশীরভাগ ল্যাপটপ এবং নেটবুক ওয়েবক্যাম সহ বাজারে আসে। কিছু কম্পিউটারে, যেমন এপল এর ডেস্কটপ, মনিটরের সাথে ওয়েবক্যাম থাকে। বাকী ওয়েবক্যাম গুলি \acronym{USB} সংযোগ ব্যবহার করে থাকে। \acronym{USB} ওয়েবক্যাম ব্যবহারের জন্য, আপনার কম্পিউটারের কোন ফাকা \acronym{USB} পোর্টে সংযোগ দিন।
~
In the \dropdown{Select a disc to write to} drop-down menu, click on the disc to which you'd like to write, then click \button{Burn}.
2010-04-08
\dropdown{Select a disc to write to} ড্রপ ডাউন মেনুতে, যে ডিস্কটিতে রাইট করতে চান তার উপর ক্লিক করুন, তারপর \button{Burn} বাটনে ক্লিক করুন।
~
Almost all new webcams are detected by Ubuntu automatically. You can configure webcams for individual applications such as \application{Skype} and \application{Empathy} from the application's setup menu. For webcams which do not work right away with Ubuntu, visit \url{https://wiki.ubuntu.com/Webcam} for help.
2010-04-08
বেশীরভাগ নতুন ওয়েবক্যাম উবুন্তুতে স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত হয়ে থাকে। আপনি ভিন্ন ভিন্ন এ্যাপ্লিকেশন যেমন \application{Skype} অথবা \application{Empathy} সমূহের সেটআপ মেনু থেকে ওয়েবক্যামকে কর্মোপযোগী করতে পারেন । যেসব ওয়েবক্যাম উবুন্টুতে সঠিকভাবে কাজ করে না সেগুলির ব্যাপারে সাহায্যের জন্য দেখুন \url{https://wiki.ubuntu.com/Webcam}।
~
\marginnote{There are quite a few applications which are useful for webcams. \application{Cheese} can capture pictures with your webcam and \application{VLC} media player can capture video streaming from your webcam. You can install these from the Ubuntu Software Center.}
2010-04-08
\marginnote{ওয়েবক্যামের জন্য প্রয়োজনীয় মাত্র কয়েকটি এ্যাপ্লিকেশন রয়েছে। \application{Cheese} আপনার ওয়েবক্যাম থেকে ছবি ধারন করতে পারে এবং \application{VLC} media player আপনার ওয়েবক্যাম থেকে চলমান ভিডিও ধারন করতে পারে। এগুলি আপনি উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে ইনস্টল করে নিতে পারেন।}
~
If you have two \acronym{CD/DVD} drives you can copy a disc from one to the other, the disc that you want to copy to must be in the \acronym{CD-RW/DVD-RW} drive. If you have only one drive you will need to make and image and then burn it to a disc. In the \dropdown{Select disc to copy} drop-down choose the disc to copy. In the \dropdown{Select a disc to write to} drop-down either choose image file or the disc that you want to copy to.
2010-04-07
যদি আপনার দুটি \acronym{CD/DVD} ড্রাইভ থাকে তবে আপনি একটি ডিস্ক থেকে আরেকটি সরাসরি কপি করতে পারবেন, যে ডিস্কে কপি করতে চান সেটি অবশ্যই \acronym{CD-RW/DVD-RW} ড্রাইভে রাখতে হবে। যদি আপনার শুধুমাত্র একটি ড্রাইভ থাকে তবে প্রথমে একটি ইমেজ ফাইল তৈরী করে নিয়ে তারপর ডিস্কে বার্ন করতে হবে। \dropdown{Select disc to copy} ড্রপ ডাউন থেকে যে ডিস্কে কপি করতে চান সেটি পছন্দ করুন। \dropdown{Select a disc to write to} ড্রপ ডাউন থেকে ইমেজ ফাইল অথবা যে ডিস্কে কপি করতে চান তা নির্বাচন করুন।
~
If you are using a disc that has \acronym{RW} written on it and you have used it before, then you can blank it so that you can use it again. Doing this will cause you to lose all of the data currently on the disc. To blank a disc, open the \menu{Tools} menu, then choose \menu{Blank}. The \window{Disc Blanking} window will be open. In the \dropdown{Select a disc} drop down choose the disc that you would like to blank.
2010-04-07
যদি আপনি \acronym{RW} লিখিত কোন ডিস্ক ব্যবহার করে থাকেন এবং পূর্বে এটিকে ব্যবহার করা হয়ে থাকলে পূনরায় ব্যবহারের জন্য ফাঁকা করে নিতে পারেন। এর ফলে ডিস্কে পূর্বে আপনার যে সমস্ত তথ্য ছিল সব হারিয়ে যাবে। একটি ডিস্ক ফাঁকা করতে হলে, \menu{Tools} মেনু খুলুন, তারপর \menu{Blank} পছন্দ করুন। এবার \window{Disc Blanking} উইন্ডো খুলবে। \dropdown{Select a disc} ড্রপ ডাউন থেকে যে ডিস্কটি ফাঁকা করতে চান সেটি পছন্দ করুন।
~
\marginnote{\acronym{RW} stands for Re-Writable which means that disc can be used more than once.}
2010-04-07
\marginnote{\acronym{RW} অর্থ রি-রাইটেবল অর্থাৎ যে ডিস্কটি একের অধিকবার ব্যবহারযোগ্য।}
~
Below the folder list on the left side of the window are the \button{Mail}, \button{Contacts}, \button{Calendars}, \button{Tasks}, and \button{Memos} buttons. When working with email, the \button{Mail} button is selected. The other buttons take you to other parts of \application{Evolution}.
2010-04-07
বাম পাশের উইন্ডোর ফোল্ডার তালিকার নীচে থাকে \button{Mail}, \button{Contacts}, \button{Calendars}, \button{Tasks}, এবং \button{Memos} বাটনগুলি। ইমেইল নিয়ে কাজ করার সময়, \button{Mail} বাটে নির্বাচিত হয়ে থাকে। অন্যান্য বাটনগুলি \application{Evolution} এর অন্যান্য অংশে যাওয়ার জন্য কাজে লাগে।
~
The folder list is the way that \application{Evolution} separates and categorizes your email. The first group of folders in the list is titled ``On This Computer.'' This set of folders are your \emph{local} folders\dash they reside on your computer only. If you use \acronym{POP} servers to retrieve your email, any new message will be placed in the \textbf{Inbox} local folder.
2010-04-07
ফোল্ডার তালিকার মাধ্যমে \application{Evolution} আপনার ইমেইলকে পৃথক এবং প্রনালীবন্ধ করে থাকে। এ ফোল্ডার গ্রুপের তালিকাতে প্রথমেই থাকে``On This Computer।'' এটি শুধুমাত্র আপনার নিজস্ব কম্পিউটারে অবস্থিত ফোল্ডারগুলিকে \emph{local} folders\dash দেখায়। যদি ইমেইল গ্রহনের জন্য আপনি \acronym{POP} সার্ভার ব্যবহার করে থাকেন, তবে কোন নতুন বার্তা আসলে \textbf{Inbox} নামক স্থানীয় ফোল্ডারে স্থানান্তরিত হবে।
~
On the right side of the window are the message list, and the message preview beneath it. The message list shows all of the messages in the currently selected folder, or matching your search request. The message preview shows the contents of your currently selected message in the list above the preview.
2010-04-07
উইন্ডোর ডানদিকে থাকে বার্তার তালিকা, এবং এর নিচে থাকে বার্তার প্রিভিউ। বার্তা তালিকাতে থাকে বর্তমানে নির্বাচিত ফোল্ডারের সকল বার্তাসমূহ, অথবা আপনার অনুসন্ধানের অনুরোধ অনুযায়ী তালিকা। বার্তা প্রিভিউ আপনার প্রিভিউ এর উপরে অবস্থিত নির্বাচিত বার্তার প্রিভিউ দেখিয়ে থাকে।
~
\textbf{Junk} stores messages that have been identified as being junk. Junk mail is also known as ``spam.''
2010-04-07
যে বার্তাগুলী অযাচিত সেগুলিকে \textbf{Junk} সংরক্ষন করে থাকে। অযাচিত বার্তাকে ``spam'' ও বলা হয়ে থাকে।
~
Your email provider may specify the security settings you will need to use in order to send email. If your connection does not use security, leave the \dropdown{Use Secure Connection} drop-down list set to \menu{No encryption}. Otherwise, choose either \menu{\acronym{TLS} encryption} or \menu{\acronym{SSL} encryption} as recommended by your email provider.
2010-04-07
আপনার ইমেইল সেবা সরবরাহকারী ইমেইল পাঠানোর জন্য নিরাপত্তা সেটিংস নির্ধারিত করে দিতে পারেন যা আপনার প্রয়োজন হবে। যদি আপনার সংযোগটি নিরাপত্তা ব্যবহার না করে থাকে তাহলে \dropdown{Use Secure Connection} ড্রপ ডাউন লিস্টটিতে \menu{No encryption} পছন্দ করুন। অন্যথায়, আপনার ইমেইল সেবা সরবরাহকারীর পরামর্শ অনুযায়ী \menu{\acronym{TLS} encryption} অথবা \menu{\acronym{SSL} encryption} পছন্দ করুন।
~
On the next screen, \window{Account Management}, enter a descriptive name for this account. If you plan to use more than one email provider with \application{Evolution}, you will use this name to distinguish between the different accounts.
2010-04-07
পরবর্তী স্ক্রিন, \window{Account Management} এ, আপনার অ্যাকাউন্টটির জন্য একটি বর্ননামূলক নাম দিন। If you plan to use more than one email provider with \application{Evolution} এ যদি একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করার পরিকল্পনা করে থাকেন, তবে এ নামটি বিভিন্ন একাউন্টগুলির মাঝে পার্থক্যকরনে ব্যবহার করুন।
~
The \application{Evolution} window is divided into four parts. At the top are the menubar and toolbar. The menubar lets you access most of the functionality of \application{Evolution}, while the toolbar provides some convenient shortcuts to some of the most frequently used features.
2010-04-07
\application{Evolution} এর উইন্ডোটি চারভাগে বিভক্ত। সবার উপরে থাকে মেনুবার এবং টুলবার। \application{Evolution} এ্যাপ্লিকেশন এর বেশীরভাগ কাজ মেনুবার থেকে করা যেতে পারে, যেখানে টুলবারে কিছু গুরুত্বপূর্ন ফিচার যা প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে তার শর্টকার্ট দেয়া থাকে।
~
Finalizing account options
2010-04-07
অ্যাকাউন্ট অপশনগুলি চূড়ান্তকরন
~
\acronym{POP} connections let you manage your email locally\dash \application{Evolution} will connect to your email provider and download any new messages you may have received, and store them in folders on your computer. The messages will be deleted off the server.
2010-04-06
\acronym{POP} কানেকশন আপনার ইমেইলকে স্থানীয়ভাবে ব্যবস্থাপনার সুযোগ প্রদান করে \dash \application{Evolution} আপনার ইমেইল সরবরাহকারীর সাথে যোগাযোগ করবে এবং নতুন কোন বার্তা আসলে তা ডাউনলোড করবে, এবং আপনার কম্পিউটারের ফোল্ডারে তাকে সংরক্ষন করবে। সার্ভার থেকে বার্তাটি মুছে যাবে।
~
If your email provider recommends an \acronym{POP} connection, choose \menu{POP} from the \dropdown{Server Type} drop-down list. In the \textfield{Server} field, enter the Internet name of your mail server. For example, \textbf{pop.example.com}. In the \textfield{Username} field, enter the username that you use to log into your email system, for example \textbf{joe.x.user}, or \textbf{joe.x.user@example.com}.
2010-04-06
যদি আপনার ইমেইল প্রদানকারী প্রতিষ্ঠান \acronym{POP} কানেকশনের পরামর্শ দেয়, \dropdown{Server Type} ড্রপ ডাউন তালিকা থেকে \menu{POP} পছন্দ করুন। \textfield{Server} ক্ষেত্রে, আপনার মেইল সার্ভারের ইন্টারনেট নাম দিন। উদাহরনস্বরূপ, \textbf{pop.example.com}। \textfield{Username} ক্ষেত্রে, আপনি যে নামে ইমেইল সিস্টেমে লগইন করেন সে নাম দিন, উদাহরনস্বরূপ \textbf{joe.x.user}, অথবা \textbf{joe.x.user@example.com}।
~
Setting up your Sending options
2010-04-06
বার্তা প্রেরনের অপশন সেটআপ করা
~
If your email provider requires authentication, select the \checkbox{Server requires authentication} option. This is common for commercial email providers. In the ``Authentication'' section of the screen, choose the type of authentication from the \dropdown{Type} drop-down list\dash the most common authentication type is ``\acronym{PLAIN}.'' Enter your username below, in the \textfield{Username} field, for example \textbf{joe.x.user}, or \textbf{joe.x.user@example.com}.
2010-04-06
যদি আপনার ইমেইল সরবরাহকারীর জন্য অথেনটিকেশন প্রয়োজন হয়, \checkbox{Server requires authentication} অপশন নির্বাচন করুন। বানিজ্যিক ইমেইল সরবরাহকারীর জন্য এটি একটি সাধারন ব্যাপার। স্ক্রিনের ``Authentication'' সেকশনে, \dropdown{Type} ড্রপ ডাউন লিস্ট থেকে অথেনটিকেশন এর ধরন নির্বাচন করুন\dash সবথেকে সাধারন অথেনটিকেশন এর ধরন হচ্ছে ``\acronym{PLAIN}''। নীচে \textfield{Username} ক্ষেত্রে আপনার নাম টাইপ করুন, উদাহরনস্বরূপ \textbf{joe.x.user}, অথবা \textbf{joe.x.user@example.com}।
~
There are two common types of Internet email connections: \acronym{IMAP}, and \acronym{POP}. These are described below. In work environments there are sometimes other types, such as Microsoft Exchange or Novell GroupWise\dash for more information on those types of connections, please see the documentation for \application{Evolution}.
2010-04-06
ইমেইল সংযোগ সাধারনত দু'ধরনের হয়ে থাকে:\acronym{IMAP}, এবং \acronym{POP}। নিচে এদের সম্পর্কে আলোচিত হল। অন্যান্য পরিবেশে মাইক্রোসফট এক্সচেঞ্জ বা নভেলের গ্রুপভিত্তিক মেইল ব্যবস্থা রয়েছে\dash এদের সম্পর্কের বিস্তারিত জানতে দেখুন \application{Evolution}।
~
Your email provider may specify the security settings you will need to use in order to receive email. If your connection does not use security, leave the \dropdown{Use Secure Connection} drop-down list set to \menu{No encryption}. Otherwise, choose either \menu{\acronym{TLS} encryption} or \menu{\acronym{SSL} encryption} as recommended by your email provider.
2010-04-06
ইমেইল গ্রহনের জন্য আপনার ইমেইল প্রদানকারী প্রতিষ্ঠান নিরাপত্তা সেটিংস প্রদান করতে পারেন যা এ সময় প্রয়োজন হবে। যদি আপনার সংযোগ কোন নিরাপত্তা ব্যবহার না করে থাকে, \dropdown{Use Secure Connection} ড্রপ ডাউন তালিকা থেকে \menu{No encryption} নির্বাচন করে পরবর্তী ক্ষেত্রে যান। অন্যথায়, আপনার মেইল প্রদানকারী প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী হয় \menu{\acronym{TLS} encryption} অথবা \menu{\acronym{SSL} encryption} পছন্দ করুন।
~
If your email provider recommends an \acronym{IMAP} connection, choose \menu{IMAP} from the \dropdown{Server Type} drop-down list. In the \textfield{Server} field, enter the Internet name of your mail server. For example, \textbf{imap.example.com}. In the \textfield{Username} field, enter the username that you use to log into your email system, for example \textbf{joe.x.user}.
2010-04-06
যদি আপনার ইমেইল সরবরাহকারী একটি \acronym{IMAP} কানেকশন এর পরামর্শ দেয়, তবে \menu{IMAP} পছন্দ করুন \dropdown{Server Type} ড্রপ-ডাউন তালিকা থেকে। \textfield{Server} ক্ষেত্রে, আপনার মেইল সার্ভার এর ইন্টারনেট নাম প্রবেশ করান। উদাহরনস্বরূপ, \textbf{imap.example.com}। \textfield{Username} ক্ষেত্রে, আপনার ইমেইল সিস্টেমে যে নাম ব্যবহার করেন সে নাম প্রবেশ করান, উদাহরনস্বরূপ \textbf{joe.x.user}।
~
There are two common types of Internet email connections: \acronym{IMAP}, and \acronym{POP}. These are described below. In work environments there are sometimes other types, such as Microsoft Exchange or Novell GroupWise\dash for more information on those types of connections, please see the documentation for \application{Evolution}.
2010-04-06
ইমেইল সংযোগ সাধারনত দু'ধরনের হয়ে থাকে:\acronym{IMAP}, এবং \acronym{POP}। নিচে এদের সম্পর্কে আলোচিত হল। অন্যান্য পরিবেশে মাইক্রোসফ এক্সচেঞ্জ বা নভেলের গ্রুপভিত্তিক মেইল ব্যবস্থা রয়েছে\dash এদের সম্পর্কের বিস্তারিত জানতে দেখুন \application{Evolution}।
~
When \application{Evolution} starts you should see the \window{Evolution Setup Assistant} window, welcoming you to \application{Evolution}. Click \button{Forward} to continue with the setup.
2010-04-06
যখন \application{Evolution} চালু হয়, আপনাকে স্বাগতম জানিয়ে \application{Evolution}, \window{Evolution Setup Assistant} উইন্ডোটি দেখতে পাবেন। সেটআপের জন্য \button{Forward} বাটনে ক্লিক করুন।
~
To change your preferred web browser, open the \menu{System} menu from Ubuntu's main menubar. Then, choose \menu{System}, and choose \menu{Preferred Applications}. Ubuntu should then open the \window{Preferred Applications} window.
2010-04-06
আপনার পছন্দের ব্রাউজার পরিবর্তনের জন্য উবুন্তুর প্রধান মেনুবার থেকে \menu{System} মেনুটি খুলুন। তারপর, \menu{System} পছন্দ করুন, এবং \menu{Preferred Applications} পছন্দ করুন। এবার উবুন্তু \window{Preferred Applications} উইন্ডোটি খুলবে।
~
\warning{You do not need to use \application{Evolution} if you are using a webmail system, such as Yahoo Mail, Hotmail, or Gmail. To access these services, use the \application{Firefox} web browser to access them on the web.}
2010-04-06
\warning{যদি আপনি ইয়াহু মেইল, হটমেইল বা জি-মেইল ব্যবহার করে থাকে তবে আপনার \application{Evolution} ব্যবহারের প্রয়োজন নেই। এ ধরনের ওয়েব নির্ভর সেবায় প্রবেশের জন্য, \application{Firefox} ওয়েব ব্রাউজার ব্যবহার করুন।}
~
If you install a different web browser on your computer, you may want to have Ubuntu use that new browser by default when you click on links from emails, instant messages, and other places.
2010-04-06
যদি আপনার কম্পিউটারে ভিন্ন একটি ওয়েব ব্রাউজার ইনস্টল করেন, তবে নতুন ব্রাউজারটি যাতে ইমেইল, ইনস্ট্যান্ট মেসেজ, ও অন্যান্য স্থান থেকে কোন লিংকের উপর ক্লিক করলে উবুন্তু সেটি ব্যবহার করে সেটি চাইতে পারেন।
~
To send and receive email in Ubuntu, you can use the \application{Evolution} mail application. To start \application{Evolution}, open the \menu{Applications} menu, then choose \menu{Internet} and then \menu{Evolution Mail}.
2010-04-06
উবুন্তুতে মেইল পাঠানো এবং গ্রহনের জন্য, আপনি \application{Evolution} মেইল এ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। \application{Evolution} চালুর জন্য, \menu{Applications} মেনুটি খুলুন, তারপর \menu{Internet} পছন্দ করুন এবং সবার শেষে \menu{Evolution Mail}।
~
\screenshot{03-preferred-applications.png}{ss:preferred-aplications}{You can change the default browser in this window.}
2010-04-06
\screenshot{03-preferred-applications.png}{ss:preferred-aplications}{এ উইন্ডোতে আপনি ডিফল্ট ব্রাউজার পরিবর্তন করতে পারেন।}
~
To see history from an older time, press \keystroke{Ctrl+H}. Firefox should open a ``sidebar'' on the left side of the browser window, which should contain your browsing history categorized as ``Today,'' ``Yesterday,'' ``Last 7 days,'' ``This month,'' and then monthly for the times before that.
2010-04-05
আরো পুরাতন ইতিহাস দেখার জন্য \keystroke{Ctrl+H} চাপুন। ফায়ারফক্স ব্রাউজার উইন্ডোর বাম পাশে একটি ``sidebar'' খুলবে, যাতে আপনার ব্রাউজিং ইতিহাসটি বিভিন্ন ক্যাটেগরী যেমন``Today,'' ``Yesterday,'' ``Last 7 days,'' ``This month,'' আকারে সংরক্ষন করে তা দেখাবে এবং এর পূর্বের গুলিকে মাসভিত্তিক হিসেবে দেখাবে।
~
Click on one of the item categories in the sidebar to expand this category, and see the pages you've visited during that time period. Then, once you find the page you need, click on its title to return to it.
2010-04-05
সাইডবারের এ ক্যাটেগরীগুলি বিস্তারিত দেখার জন্য এর উপর ক্লিক করুন, এবং দেখুন আপনি ঐ সময়ে যে পৃষ্ঠাগুলি পরিদর্শন করেছিলেন। তারপর, যখন আপনার পৃষ্ঠাটি খুজে পেয়ে যাবেন, তখন ওখানে যাওয়ার জন্য শিরোনামের উপর ক্লিক করুন।
~
Press \keystroke{Ctrl+D}. A window will open. Provide a descriptive name for the bookmark, and click on the \button{Done} button.
2010-04-05
\keystroke{Ctrl+D} চাপুন। একটি উইন্ডো চালু হবে। বুকমার্ক এর জন্য একটি বর্ননা মূলক নাম দিন, এবং \button{Done} বাটনে ক্লিক করুন।
~
Whenever you are browsing the web, Firefox is saving your browsing history. This allows you to come back to a web page that you have previously visited without needing to remember the page's \acronym{URL}, or even bookmarking it.
2010-04-05
যখনই আপনি ওয়েব ব্রাউজ করেন, ফায়ারফক্স আপনার ব্রাউজার ইতিহাস সংরক্ষন করে থাকে। এর ফলে কোন পৃষ্ঠার \acronym{URL} মনে না থাকলেও পূর্বে পরিদর্শনকৃত কোন ওয়েবপেজে ফিরে আসা সম্ভব হয়, অথবা এমনকি বুকমার্ক করাও সম্ভব হয়।
~
If you have navigated to a web page and would like to bookmark it for future visits, you will need to add the page as a bookmark.
2010-04-05
যদি আপনি কোন পৃষ্ঠাতে গমন করে থাকেন এবং ভবিষ্যতে পরিভ্রমনের জন্য বুকমার্ক করে রাখতে চান, তবে পৃষ্ঠাটি বুকমার্ক করে রাখা প্রয়োজন।
~
In Firefox, you can create \emph{Bookmarks}, which are saved in the web browser and which you can use to navigate back to your picked web pages.
2010-04-05
ফায়ারফক্সে আপনি emph{Bookmarks} তৈরি করে রাখতে পারেন, যেটি ব্রাউজারে সঞ্চিত থাকে এবং যেটি আপনার গমনকৃত পেজসমূহে আবার ফিরে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে।
~
In the ``Startup'' section on the \tab{Main} tab, which is shown by default, click on the \button{Use Current Page} button. If you had more than one tab open then all the tabs will be opened when Firefox starts.
2010-04-05
\tab{Main} এর ``Startup'' সেকশনে, যেটি ডিফল্টভাবে দেখায়, \button{Use Current Page} বাটনের উপর ক্লিক করুন। যদি একটির বেশী ট্যাব খোলা থাকে তবে ফায়ারফক্স চালুর সময় সকল ট্যাব খুলে যাবে।
~
By default, Firefox will show the \textbf{Ubuntu Start Page} when you start Firefox. If you prefer to display another page when you start Firefox, you will need to change your homepage preference.
2010-04-05
উবুন্তুতে ফায়ারফক্স চালু করলে ডিফল্টভাবে \textbf{Ubuntu Start Page} দেখাবে ফায়ারফক্স। যদি আপনি অন্য কোন পৃষ্ঠা দেখতে চান ফায়ারফক্স চালুর সময় তবে আপনার হোমপেজ অগ্রাধিকার নীতিমালা পরিবর্তনের প্রয়োজন হবে।
~
You can paste the link into other programs or into Firefox's Location Bar.
2010-04-05
অন্যান্য প্রোগ্রাম কিংবা ফায়ারফক্সের অবস্থান নির্দেশকে এ লিংকটিকে আপনি পেস্ট করতে পারেন।
~
Choose \menu{Copy Link Location} or \menu{Copy Image Location}. If an image is also a link, you can choose either menu item.
2010-04-05
\menu{Copy Link Location} অথবা \menu{Copy Image Location} পছন্দ করুন। যদি কোন ছবি লিংকও হয়, আপনি যেকোন একটি নির্বাচন করতে পারেন।
~
To copy a link (\acronym{URL}) or an image link from a page:
2010-04-05
একটি পৃষ্ঠা থেকে কোন লিংক (\acronym{URL}) অথবা ছবির লিংক কপি করা
~
\marginnote{You can also press \keystroke{F6} on your keyboard to highlight the location bar in Firefox.}
2010-04-05
\marginnote{ফায়ারফক্সের লোকেশন বার বা অবস্থান নির্দেশক হাইলাইটের জন্য কি-বোর্ড থেকে \keystroke{F6} চাপুন।}
~
Choose \menu{Edit \then Copy} from the menubar.
2010-04-05
মেনুবার থেকে \menu{এডিট \then কপি} নির্বাচন করুন।
~
You can paste the text into other programs.
2010-04-05
আপনি অন্যান্য প্রোগ্রামে টেক্সটকে পেস্ট করতে পারবেন।
~
Highlight the text with your mouse.
2010-04-05
মাউসের সাহায্যে টেক্সটকে হাইলাইট করুন।
~
Press \keystroke{Ctrl+F} or choose \menu{Edit \then Find} to open the \button{Find Toolbar} at the bottom of Firefox.
2010-04-05
ফায়ারফক্সের নীচে \button{ফাইন্ড টুলবার} খোলার জন্য \keystroke{Ctrl+F} চাপুন অথবা \menu{এডিট \then ফাইন্ড} পছন্দ করুন।
~
\screenshot{03-firefox-find-bar.png}{ss:firefox-find-toolbar}{You can search within web pages using the find toolbar.}
2010-04-05
\screenshot{03-firefox-find-bar.png}{ss:firefox-find-toolbar}{ফাইন্ড টুলবারের সাহায্যে একটি ওয়েবপে এর অভ্যন্তরে অনুসন্ধান করতে পারেন।}
~
You may want to look for specific text within a web page you are viewing. To find text within the page you are currently viewing in Firefox:
2010-04-05
আপনি যে ওয়েবপেজটি দেখছেন তার অভ্যন্তরে কোন নির্দিষ্ট টেক্সট খুঁজতে পারেন। আপনি ফায়ারফক্সে বর্তমানে যে পৃষ্ঠাটি দেখছেন তার অভ্যন্তরে কোন টেক্সট অনুসন্ধান করতেঃ
~
Firefox should open a new tab which should contain search results for your highlighted words using the currently selected search engine.
2010-04-05
ফায়ারফক্সে একটি নতুন ট্যাব খুলবে যাতে বর্তমানে ব্যবহৃত সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার হাইলাইটকৃত শব্দের অনুসন্ধান ফলাফল দেখা যাবে।
~
Type the phrase ``\emph{world cup}.'' Your typing replaces any text currently in the Search Bar.
2010-04-05
টাইপ করুন ``\emph{world cup}''। আপনার টাইপকৃত শব্দগুলি অনুসন্ধান স্থানে কোন টেক্টট থাকলে তাকে প্রতিস্থাপিত করবে।