Translations by Adnan Quaium

Adnan Quaium has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

51100 of 252 results
~
\textbf{Outbox} contains messages that you've finished composing, but which have not been sent yet. For example, if you are working on your email while offline (such as in an airplane), you can still click the \button{Send} button on an email message that you finish writing. The message will be moved to the Outbox, and will remain there until the next time you are able to send and receive messages. Once you can send and receive messages, all email messages in the Outbox will be sent out.
2010-04-06
আপনি যে মেইল লিখে শেষ করেছেন কিন্তু প্রাপকের কাছে পাঠাননি, তা \textbf{Outbox} এ রাখা থাকবে। অর্থাৎ আপনি যদি অফলাইনে থাকা অবস্থায় (যেমন গাড়ি বা প্লেনে) কোনো ইমেইল লিখে শেষ করেন, তাহলে আপনি লেখা শেষে \button{Send} বাটনে ক্লিক করতে পারবেন। এই ইমেইল আউটবক্সে চলে যাবে এবং পরবর্তীতে আপনি যখন অনলাইনে‍ যাবেন, তখন সেই ইমেইলটি প্রাপকের কাছে পাঠানো হয়ে যাবে। অর্থাৎ আপনি অনলাইনে গেলে আউটবক্সে থাকা সব ইমেইল‍ যার যার ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
~
To finish codec installation, you also need to run a command in the terminal. Open the \button{Applications} menu, then choose \button{Accessories} and then choose \button{Terminal}. This will open the \window{Terminal} window.
2010-04-06
কোডেক ইন্সটলেশন শেষ করার জন্য, আপনাকে টার্মিনালে একটি কমান্ড রান করতে হবে। \button{Applications} মেনুতে যান, তারপর \button{Accessories} এ যান এবং তারপর \button{Terminal} সিলেক্ট করুন। এখন \window{Terminal} উইন্ডো ওপেন হবে।
~
Many people have contributed their time freely to this project. If you notice any errors or think we have left something out, feel free to contact us. We do everything we can to make sure that this manual is up to date, informative, and professional. Our contact details are as follows:
2010-04-05
অনেক মানুষ বিনাপারিশ্রমিকে তাদের সময় এই প্রকল্পে ব্যয় করেছেন। যদি কোন ভুল ভ্রান্তি আপনার চোখে পড়ে বা যদি আপনার মনে হয় যে আমরা কোন কিছু বাদ দিয়ে গিয়েছি, তবে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। এই সহায়িকাটিকে সময়োপযোগী, তথ্যবহুল ও পেশাদার করার লক্ষ্যে আমরা আমাদের সাধ্যের সবটুকু করব। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল:
~
\textbf{Many commercial games will not run on Ubuntu.} If you are a heavy gamer, then Ubuntu may not be for you. Game developers usually design games for the largest market, where they can make the most profit. Since Ubuntu's market share is not as substantial as Microsoft's Windows or Apple's Mac \acronym{OS~X}, most game developers will not allocate resources towards making their games compatible with Ubuntu. If you just like to play a game every now and then, there is active game development within the community, and many high quality games can be easily installed through \application{Ubuntu Software Center}. Additionally, some games developed for Windows will also work in Ubuntu with \application{Wine}.
2010-04-05
\textbf{অনেক বাণিজ্যিক গেম উবুন্টুতে চলবেনা।} আপনি যদি সিরিয়াস গেমার হয়ে থাকেন, তাহলে উবুন্টু হয়তো আপনার জন্য না। গেম প্রস্তুতকারকগণ সাধারণত যে সিস্টেমের বাজার বড়, যেখানে তারা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারবে, সে সিস্টেমের জন্যই গেম ডিজাইন করে থাকে। যেহুতু উবুন্টুর বাজারের আকার মাইক্রোসফটের উইন্ডোজ বা এ্যাপলের ম্যাক \acronym{OS~X} এর মত বিশাল না, সেহেতু বেশিরভাগ গেম প্রস্তুতকারকগণ উবুন্টুর বাজারের প্রতি লক্ষ্য রেখে উবুন্টুতে চালানোর উপযোগী গেম তৈরি করেনা। যদি আপনি এরকম হন যে আপনি প্রায় সময়ই গেম খেলেন, তবে কমিউনিটির মধ্যে তৈরি হওয়া বেশ কিছু গেম আছে সেগুলো খেলতে পারেন এবং \application{উভুন্টু সফটওয়্যার সেন্টার} থেকেও অনেক উচ্চমানের গেম সহজে ইন্সটল করতে পারেন। তাছাড়া উইন্ডোজের জন্য তৈরিকৃত অনেক গেম উবুন্টুতে \application{ওয়াইন (Wine)} দিয়ে চালানো সম্ভব।
~
\marginnote{A popular forum for Ubuntu discussion and support is the Ubuntu Forums, \url{http://ubuntuforums.org}.}
2010-04-05
\marginnote{উবুন্টুর বিভিন্ন বিষয় আলোচনার ও বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য বেশ জনপ্রিয় একটা ফোরাম হচ্ছে \url{http://ubuntuforums.org}। বাংলা ভাষায় উবুন্টুর বিভিন্ন সমস্যা-সমাধানেরও এরকম একটা ফোরাম আছে, যার ঠিকানা হল \url{http://forum.amaderprojukti.com/linux}}
~
\textbf{Many applications designed for Microsoft Windows or Mac \acronym{OS~X} will not run on Ubuntu.} For the vast majority of tasks that people use their computers for every day, there are suitable alternative applications available in Ubuntu. However, many professional applications (such as the Adobe Creative Suite) are not developed to work with Ubuntu. If you rely on commercial software that is not compatible with Ubuntu, yet still want to give Ubuntu a try, you may want to consider dual-booting. Alternatively, some applications developed for Windows will work in Ubuntu with a program called \application{Wine}.
2010-04-05
\textbf{মাইক্রোসফট উইন্ডোজ বা ম্যাক \acronym{OS~X} এর জন্য ডিজাইন করা অনেক এ্যাপ্লিকেশনই উবুন্টুতে চলবেনা।} দৈনন্দিন জীবনে সিংহভাগ কম্পিউটার ব্যবহারকারীরা যে কাজগুলো করেন, সেগুলোর যথাযোগ্য বিকল্প এ্যাপ্লিকেশন উবুন্টুর জন্য রয়েছে। তবে অনেক পেশাদারী এ্যাপ্লিকেশন (যেমন এডোব ক্রিয়েটিভ স্যুট) উবুন্টুর জন্য তৈরি কর হয়না। যদি আপনি বাণিজ্যিক সফটওয়ারের উপর নির্ভরশীল হন যেগুলো উবুন্টুতে চলার উপযোগী না, তারপরও আপনি ডুয়েল-বুটিং এর মাধ্যমে উবুন্টুকে পরখ করে দেখতে পারেন। তাছাড়া উইন্ডোজের জন্য তৈরিকৃত অনেক সফটওয়ারই উবুন্টুতে \application{ওয়াইন (Wine)} নামের একটা প্রোগ্রাম দিয়ে চালানো সম্ভব।
~
Before you decide whether or not Ubuntu is right for you, we suggest giving yourself some time to grow accustomed to the way things are done \dash and expect to find that some things are different to what you are used to. We also suggest taking the following into account:
2010-04-05
উবুন্টু আপনার জন্য উপযুক্ত নাকি অনুপযুক্ত সে সিদ্ধান্ত নেবার আগে আমরা আমাদের কিছু পরামর্শ দিতে চাই। উবুন্টুতে কোন কিছু সম্পাদন করার পদ্ধতির সাথে অভ্যস্ত হতে আপনি কিছু সময় ব্যয় করুন এবং সেই সাথে এও প্রত্যাশা করুন যে এতদিন আপনি যেভাবে সবকিছু করে অভ্যস্ত ছিলেন কিছু কিছউ জিনিস উবুন্টুতে সেভাবে নাও হতে পারে। আমরা আরো কিছু বিষয় আপনার নজরে আনতে চাই:
~
\marginnote{See \chaplink{ch:software-management} to learn more about \application{Ubuntu Software Center}. To learn more about dual-booting (running Ubuntu side-by-side with another operating system), see \chaplink{ch:installation}. For more information on Wine, go to \url{http://www.winehq.org/}.}
2010-04-05
\marginnote{ \application{উবুন্টু সপটওয়্যার সেন্টার} নিয়ে আরো জানতে \chaplink{ch:software-management} অধ্যায়টি পড়ুন। ডুয়েল-বুটিং (অন্য কোন অপাররেটিং সিস্টেমের পাশাপাশি উবুন্টু চালানোর পদ্ধতি) নিয়ে আরো জানতে \chaplink{ch:installation}অধ্যায়টি পড়ুন। ওয়াইন (Wine) নিয়ে আরো জানতে \url{http://www.winehq.org/} ঠিকানায় ঘুরে আসুন।}
~
\textbf{Ubuntu is community based.} That is, Ubuntu is made, developed, and maintained by the community. Because of this, support is probably not available at your local computer store. Thankfully, the Ubuntu community is here to help. There are many articles, guides, and manuals available, as well as users on various Internet forums and Internet relay chat (\acronym{IRC}) rooms that are willing to help out beginners. Additionally, near the end of this guide we include a troubleshooting chapter: \chaplink{ch:troubleshooting}.
2010-04-05
\textbf{উবুন্টু কমিউনিটি নির্ভর।} অর্থাৎ উবুন্টু কমিউনিটিই উবুন্টুকে তৈরি করেছে, উন্নয়ন করছে ও এর রক্ষণাবেক্ষন করছে। ফলে আপনার কাছাকাছি কোন কম্পিউটারের দোকানে উবুন্টু নিয়ে কোন রকম সাহায্য সম্ভবত পাওয়া যাবেনা। তবে আশার কথা হচ্ছে উবুন্টু কমিউনিটি কিন্তু আপনাকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। কমিউনিটিতে আপনি উবুন্টুর উপর প্রচুর লেখা, ব্যবহার নির্দেশিকা ও সহয়ায়িকা পাবেন। এছাড়াও ইন্টরনেট ফোরাম ও ইন্টারনেট রিলে চ্যাট (\acronym{IRC}) রুমে অনেক ব্যবহারকারী রয়েছেন যারা নবীন ব্যবহারকারীদের যেকোন সমস্যায় সাহায্য করে থাকেন। সর্বপোরি, এই সহায়িকাটির একদম শেষভাগে ট্রাবলশুটিংয়ের উপর একটা অধ্যায় \chaplink{ch:troubleshooting} যোগ করা হয়েছে।
~
While large organizations often find it useful to pay for support services, Shuttleworth has promised that the Ubuntu desktop system will always be free. As of 2010, Ubuntu desktop is installed on nearly 2\% of the world's computers. This equates to millions of users worldwide, and is growing each year.
2010-04-05
বড় প্রতিষ্ঠানগুলো সাপোর্টের জন্য খরচ করাটাকে কার্যকর একটা সমাধান মনে করলেও শাটলওয়ার্থ কথা দিয়েছেন যে ডেস্কটপের জন্য উবুন্টু সবসময়ই বিনাপয়সায় থাকবে। ২০১০ সাল পর্যন্ত এক হিসাবে দেখা যায়, বিশ্বের প্রায় ২‌‌\% কম্পিউটারে উবুন্টু ইন্সটল করা হয়েছে। যার মানে হচ্ছে লাখ লাখ ব্যবহারকারী উবুন্টু ব্যবহার করছেন এবং এই সংখ্যাটা বছর বছর বেড়েই যাচ্ছে।
~
\noindent Copyright \textcopyright{} \the\year{} by The Ubuntu Manual Team. Some rights reserved. \ccbysa
2010-04-05
\noindent কপিরাইট \textcopyright{} \the\year{} উবুন্টু সহায়িকা দল কর্তৃক স্বত্ব সংরক্ষিত। কিছু স্বত্ব সংরক্ষিত। \ccbysa
~
\newglossaryentry{wireless connection}{name={wireless connection}, description={A wireless connection involves no cables of any sort and instead uses a wireless signal to communicate with either a \gls{router} or access point.}}
2010-04-05
\newglossaryentry{ওয়্যারলেস কানেকশন}{name={ওয়্যারলেস কানেকশন}, description={ \gls{রাউটার} বা কোন এ্যাক্সেস পয়েন্টের সাথে তারবিহীন ভাবে ওয়্যারলেস সিগনালের মাধ্যমে কম্পিউটারের সংযোগকে ওয়্যারলেস কানেকশন বলা হয়।}}
~
\newglossaryentry{router}{name={router}, description={A router is a specially designed computer that using its software and hardware, routes information from the internet to a network. It is also sometimes called a gateway.}}
2010-04-05
\newglossaryentry{রাউটার}{name={রাউটার}, description={এক ধরনের বিশেষ কম্পিউটার যার কাজ হচ্ছে সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে বিভিন্ন নেটওয়ার্কে বিভিন্ন তথ্যপ্রবাহ নিশ্চিত করে তাকে রুটার বা রাউটার বলা হয়।}}
~
\newglossaryentry{package}{name={package}, description={Debian package files that hold the core information and code for applications to run.}}
2010-04-05
\newglossaryentry{প্যাকেজ}{name={প্যাকেজ}, description={এটা হল ডেবিয়ান প্যাকেজ ফাইল যা কিনা কোন এ্যাপ্লিকেশন চালনোর জন্য দরকারি সব তথ্য ও কোড সংরক্ষণ করে।}}
~
\newglossaryentry{notification area}{name={notification area}, description={The notification area is an applet on the panel that provides you with all sorts of information such as volume control, the current song playing in Rhythmbox, your internet connection status and email status.}}
2010-04-05
\newglossaryentry{নোটিফিকেশন এরিয়া}{name={নোটিফিকেশন এরিয়া}, description={নোটিফিকেশন এরিয়া হচ্ছে একটা এ্যাপ্লেট যা আপনাকে সব ধরনের তথ্য যেমন শব্দ নিয়ন্ত্রণ, রিদমবক্সে কি গান চলছে, আপনার ইন্টারনেটেট সংযোগের অবস্থা এবং আপনার ইমেইল খবর ইত্যাদি প্রদান করে।}}
~
\newglossaryentry{minimize}{name={minimize}, description={When you minimize an open application, it sits in an applet on a panel. If you click on a minimized applications panel button, it will then be restored to its normal state and allow you to interact with it.}}
2010-04-05
\newglossaryentry{মিনিমাইজ}{name={মিনিমাইজ}, description={যখন কোন এ্যাপ্লিকেশনকে মিনিমাইজ বা ছোট করে রাখা হয় তখন সেটা প্যানেলে একটা এ্যাপ্লেটে থাকে। যদি আপনি এই এ্যাপ্লেটে ছোট করে রাখা এ্যাপ্লিকেশনের প্যানেল বাটনটি ক্লিক করেন তবে এ্যাপ্লিকেশনটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে এবল আপনি আপনার স্বাভাবিক কাজ করে যেতে পারবেন।}}
~
\newglossaryentry{ISP}{name={\acronym{ISP}}, description={\acronym{ISP} stands for \emph{Internet Service Provider}, an \acronym{ISP} is a company that provides you with your internet connection.}}
2010-04-05
\newglossaryentry{আইএসপি (ISP)}{name={\acronym{ISP}}, description={\acronym{ISP} মানে হচ্ছে \emph{Internet Service Provider}, যে কোম্পানি আপনাকে ইন্টারনেট সংযোগ প্রদান করে সেটাই হচ্ছে \acronym{ISP}।}}
~
\newglossaryentry{DHCP}{name={\acronym{DHCP}}, description={\acronym{DHCP} stands for \emph{Dynamic Host Configuration Protocol}, it is used by a \acronym{DHCP} \gls{server} to assign computers on a network an IP address automatically.}}
2010-04-05
\newglossaryentry{ডিএইচসিপি (DHCP)}{name={\acronym{DHCP}}, description={\acronym{DHCP} হচ্ছে \emph{Dynamic Host Configuration Protocol}, নেটওয়ার্কে কোন কম্পিউটারে স্বয়ংক্রিয় আইপি এড্রেস দেবার জন্য \acronym{DHCP} \gls{সার্ভার} এটা ব্যবহার করে থাকে।}}
2010-04-05
\newglossaryentry{ডিএইচসিপি (DHCP)}{name={\acronym{DHCP}}, description={\acronym{DHCP} হচ্ছে \emph{Dynamic Host Configuration Protocol}, নেটওয়ার্কে কোন কম্পিউটারে স্বয়ংক্রিয় আইপি এড্রেস দেবার জন্য \acronym{DHCP} \gls{সার্ভার} এটা ব্যাবহার করে থাকে।}}
~
\newglossaryentry{GNOME}{name={\acronym{GNOME}}, description={\acronym{GNOME} (which once stood for GNU Network Object Model Environment) is the default desktop environment used in Ubuntu.}}
2010-04-05
\newglossaryentry{গ্নোম (GNOME)}{name={\acronym{GNOME}}, description={গ্নোম (\acronym{GNOME} এর মানে একসময় ছিল GNU Network Object Model Environment) হচ্ছে উবুন্টুর স্বাভাবিক বা ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট।}}
~
\marginnote{A popular forum for Ubuntu discussion and support is the Ubuntu Forums, \url{http://ubuntuforums.org}.}
2010-04-05
\marginnote{উবুন্টুর বিভিন্ন বিষয় আলোচনার ও বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য বেশ জনপ্রিয় একটা ফোরাম হচ্ছে \url{http://ubuntuforums.org}। বাংলা ভাষায় উবুন্টুর বিভিন্ন সমস্যা-সমাধানেরও এরকম একটা ফোরাম আছে \url{http://forum.amaderprojukti.com/linux} ঠিকানায়।}
~
Menu sequences are sometimes set as \menu{System\then Preferences\then Appearance}, which means, ``Choose the \menu{System} menu, then choose the \menu{Preferences} submenu, and then select the \menu{Appearance} menu item.''
2010-04-05
মেন্যুক্রম কখনো কখনো \menu{System\then Preferences\then Appearance} সাজানো থাকে, এর মানে হল, ``প্রথমে \menu{System} মেন্যুতে যান, তারপর \menu{Preferences} সাবমেন্যুতে যান, তারপর \menu{Appearance} মেন্যু আইটেমটি সিলেক্ট করুন।''
~
\marginnote{For information on Ubuntu Server Edition, and how you can use it in your company, visit \url{http://www.ubuntu.com/products/whatisubuntu/serveredition/features}.}
2010-04-05
\marginnote{উবুন্টু সার্ভার এডিশন সম্পর্কে জানতে এবং আপনার কোম্পানিতে এটি ব্যবহারকরতে চাইলে \url{http://www.ubuntu.com/products/whatisubuntu/serveredition/features} ঠিকানাটি থেকে ঘুরে আসুন।}
~
Ubuntu is built on the foundation of Linux, which is a member of the Unix family. Unix is one of the oldest types of operating systems and has provided reliability and security in professional applications for almost half a century. Many servers around the world that store data for popular websites (such as YouTube and Google) run some variant of a Unix system.
2010-04-05
লিনাক্সকে ভিত্তি ধরে উবুন্টুকে তৈরি করা হয়েছে। লিনাক্স আবার ইউনিক্স পরিবারের সদস্য। ইউনিক্স হচ্ছে অন্যতম পুরনো একটা অপারেটিং সিস্টেম যা কিনা প্রায় অর্ধশতাধিক বছর ধরে বিভিন্ন পেশাদারী কাজে নির্ভরতা ও নিরাপত্তার প্রতিক হয়ে আছে। বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় সাইটের তথ্য ধারণ করে আছে এমন অনেক সার্ভার (যেমন ইউটিউব ও গুগল) বিভিন্ন ধরনের ইউনিক্স সিস্টেমে চলে।
~
Now with more people working on the project than ever before, Ubuntu continues to see improvement to its core features and hardware support, and has gained the attention of large organizations worldwide. For example, in 2007 Dell began a collaboration with Canonical to sell computers with Ubuntu pre-installed. Additionally, in 2005 the French Police began to transition their entire computer infrastructure to a variant of Ubuntu\dash a process which has reportedly saved them ``millions of Euro'' in licensing fees for Microsoft Windows. By the year 2012, the French Police anticipates that all of their computers will be running Ubuntu. Canonical profits from this arrangement by providing technical support and custom-built software.
2010-04-05
পূর্বের চেয়ে অনেক বেশি মানুষ এখন এই প্রজেক্টে কাজ করে যাচ্ছে, তাই উবুন্টুর মূল ফিচারগুলোর ও হার্ডওয়ার সাপোর্টের উন্নয়ন খুব দ্রুত হচ্ছে। ফলে বর্তমানে উবুন্টু বিশ্বব্যাপী অনেক বড় বড় প্রতিষ্ঠানের নজরে পড়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, ২০০৭ সাল থেকে কম্পিউটার নির্মাতা কোম্পানি ডেল, ক্যানোনিকালের সহযোগীতায় আগে থেকেই ইন্সটল্ড অবস্থায় কম্পিউটার বিক্রি করে আসছে। এছাড়া ২০০৫ সাল থেকে ফরাসি পুলিশ তাদের পুরো কম্পিউটার কাঠামোকে উবুন্টুতে পরিবর্তন করে \dash যা কিনা তাদের কথা মত মাইক্রোসফট উইন্ডোজের লাইসেন্সের জন্য খরচ করা লাখ লাখ ইউরো বাঁচিয়ে দিয়েছে। ফরাসি পুলিশ ডিপার্টমেন্ট আশা করছে যে ২০১২ সালের মধ্যে তাদের সব কম্পিউটারই উবুন্টুতে চলবে। এক্ষেত্রে ক্যানোনিকাল তাদেরকে বিভিন্ন কারিগরী সহায়তা ও তাদের প্রয়োজনমাফিক বিভিন্ন সফটওয়্যার বানিয়ে দিয়ে তাদের আয় করছে।
~
While large organizations often find it useful to pay for support services, Shuttleworth has promised that the Ubuntu desktop system will always be free. As of 2010, Ubuntu desktop is installed on nearly 2\% of the world's computers. This equates to millions of users worldwide, and is growing each year.
2010-04-05
বড় প্রতিষ্ঠানগুলো সাপোর্টের জন্য খরচ করাটাকে কার্যকর একটা সমাধান মনে করলেও শাটলওয়ার্থ কথা দিয়েছেন যে ডেস।কটপের জন্য উবুন্টু সবসময়ই বিনাপয়সায় থঅকবে। ২০১০ সাল পর্যন্ত এক হিসাবে দেখা যায়, বিশ্বের প্রায় ২‌‌\% কম্পিউটারে উবুন্টু ইন্সটল করা হয়েছে।যার মানে হচ্ছে লাখ লাখ ব্যবহারকারী উবুন্টু ব্যবহার করছেন এবং সংখ্যাটা বছর বছর বেড়েই যাচ্ছে।
~
Linux was designed from the ground up with security and hardware compatibility in mind, and is currently one of the most popular Unix-based operating system. One of the benefits of Linux is that it is incredibly flexible and can be configured to run on almost any device\dash from the smallest micro-computers and cellphones to larger super-computers. Initially, Unix was entirely command line-based until Graphical User Interfaces (\glspl{GUI}) began to emerge in the early 1990s.
2010-04-05
লিনাক্স তৈরির শুরুর সময় থেকেই নিরাপত্তা ও হার্ডওয়্যার কম্পিটাবিলিটি'র কথা মাথায় রেখে কাজ করা হয়েছে। এটা বর্তমানে অন্যতম জনপ্রিয় ইউনিক্স নির্ভর একটি অপারেটিং সিস্টেম। লিনাক্স ব্যবহারের অন্যতম সুবিধা হল এটা বেশ নমনীয় অর্থাৎ প্রয়োজনমত একে কনফিগার করে ক্ষুদ্রাতিক্ষুদ্র মাইক্রোকম্পিউটার বা সেলফোন থেকে শুরু করে বিশাল বিশাল সুপার কম্পিউটার \dash যেকোন যন্তেই ব্যবহার করা যায়। ১৯৯০ সালের দিকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (\glspl{GUI}) যোগ হবার আগে প্রথমদিকের ইউনিক্স শুধুমাত্র কামন্ড লাইন নির্ভর ছিল।
~
New users to Ubuntu may find that it takes some time to feel comfortable with the operating system. You will no doubt notice many similarities to both Microsoft Windows and Mac \acronym{OS~X}, as well as some things that work very differently. Users coming from Mac \acronym{OS~X} are more likely to notice similarities due to the fact that both Mac \acronym{OS~X} and Ubuntu originated from Unix.
2010-04-04
নতুন উবুন্টু ব্যবহারকারীদের কাছে মনে হতে পারে যে অপারেটিং সিস্টেমটির সাথে সখ্যতা করতে হয়তো কিছু সময় লাগতে পারে। তবে এটাও ঠিক যে মাইক্রোসফট উইন্ডোজ এবং ম্যাক \acronym{OS~X} এর মধ্যেও কিন্তু সেরকম কোন মিল নেই, তাছাড়া অনেক কাজ দুটো অপারেটিং সিস্টেমে ভিন্নভাবে সম্পন্ন হয়। তবে যেসব ব্যবহারকারী ম্যাক \acronym{OS~X} থেকে উবুন্টুতে আসেন তাদের কাছে দুটো অপারেটিং সিস্টেমই কিন্তু প্রায় একই রকম লাগে কারণ উবুন্টু ও ম্যাক \acronym{OS~X} দুটোরই উৎপত্তি ইউনিক্স থেকে।
~
Shuttleworth set out with clear intentions to address these weaknesses and create a system that was easy to use, completely free (see \chaplink{ch:learning-more} for the complete definition of ``free''), and could compete with other mainstream operating systems. With the Debian system as a base, Shuttleworth began to build Ubuntu. Using his own funds at first, installation \acronym{CD}s were pressed and shipped worldwide at no cost to the end user. Ubuntu spread quickly, the size of the community rapidly increased, and it soon became the most popular Debian-based Linux distribution available.
2010-04-04
এই দুর্বলতাগুলোকে চিহ্নিত করে শাটলওয়ার্থ আঁটঘাট বেঁধে নামলেন নতুন একটি অপারেটিং সিস্টেম বানাতে যেটা হবে খুবই ব্যবহারবান্ধব, সম্পূর্ণ "ফ্রি" ("ফ্রি" শব্দের সম্পূর্ণ মানে বুঝতে \chaplink{ch:learning-more} এ দেখুন), এবং যা কিনা অন্যান্য মূলধারার অপোরেটিং সিস্টেমগুলোর সাথে পাল্লা দিতে সক্ষম হবে। সেজন্য শাটলওয়ার্থ ডেবিয়ান সিস্টেমকে ভিত্তি ধরে উবুন্টু তৈরি করা শুরু করলেন। শুরুর দিকে তিনি নিজের তহবিলের টাকা খরচে ইন্সটলেশন acronym{CD} তৈরি করে বিশ্বব্যাপী তা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতেন। এভাবে খুব দ্রুতই উবুন্টু চারদিকে ছড়িয়ে পড়ল এবং সেই সাথে বাড়তে লাগলো এর কমিউনিটির আকার। অল্পদিনেই এটা সবচেয়ে জনপ্রিয় ডেবিয়ান-নির্ভর ডিস্ট্রো হয়ে উঠে।
~
\marginnote{Canonical is the company that provides financial and technical support for Ubuntu. They have employees based around the world who work on developing and improving the operating system, as well as reviewing work submitted by volunteer contributors. To learn more about Canonical, go to \url{http://www.canonical.com}.}
2010-04-04
\marginnote{উবুন্টুর সবরকম আর্থিক ও কারিগরী সহায়তা দিয়ে যাচ্ছে ক্যানোনিকাল কোম্পানি। এই কোম্পানির সারা বিশ্বব্যাপী কর্মচারী রয়েছে যারা অপারেটিং সিস্টেমটির উন্নয়ন ও উৎকর্ষসাধনে কাজ করে যাচ্ছেন। সেই সাথে তারা অন্যান্য স্বেচ্ছাসেবীদের পেশ করা বিভিন্ন কাজও তদারক করে যাচ্ছেন। ক্যানোনিকাল সম্পর্কে আরো জানতে \url{http://www.canonical.com} থেকে ঘুরে আসুন।}
~
Ubuntu was conceived in 2004 by Mark Shuttleworth, a successful South African entrepreneur, and his company \gls{Canonical}. Shuttleworth recognized the power of Linux and Open Source, but was also aware of weaknesses that prevented mainstream use.
2010-04-04
উবুন্টুর জন্ম হয় ২০০৪ সালে মার্ক শাটলওয়ার্থ (একজন সফল দক্ষিণ আফ্রিকান উদ্যোক্তা) এবং তাঁর কোম্পানি \gls{ক্যানোনিকাল} এর হাত ধরে। শাটলওয়ার্থ লিনাক্স ও উন্মুক্ত সোর্সের ক্ষমতা যে কত বড় সেটা ধরতে পারেন, সেই সাথে এও ধরতে পারেন যে কোন দুর্বল দিকটি একে কম্পিউটার ব্যবহারের মূল স্রোতে নিয়ে আসতে বাধা দিচ্ছিলো।
~
\marginnote{More information about Ubuntu's online and system documentation can be found in \chaplink{ch:learning-more}.}
2010-04-04
\marginnote{উবুন্টুর অনলাইন ও সিস্টেম ডকুমেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে \chaplink{ch:learning-more}} অংশে।
~
Our goal is to cover the basics of Ubuntu (such as installation and working with the desktop) as well as guide you through some of the most popular applications. We designed this guide to be simple to follow with step-by-step instructions and plenty of screenshots, allowing you to discover the potential of your new Ubuntu system even if you are a novice computer user or are migrating from another operating system for the first time.
2010-04-04
আমাদের লক্ষ্য হচ্ছে উবুন্টুর একদম সাধারণ ব্যাপারগুলোকে (যেমন ইন্সটলেশন করা এবং ডেস্কটপে কাজ করা) একসাথে করা, এবং সেইসাথে কিছু জনপ্রিয় এ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করানো। ধাপে ধাপে নির্দেশনা ও প্রচুর ছবি দিয়ে এই সহায়িকাটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার নতুন উবুন্টু সিস্টেমের ক্ষমতার সাথে পরিচিত হতে পারেন। আপনি একেবারেই নতুন কম্পিউটার ব্যবহারকারীই হোন কিংবা অন্য অপারেটিং সিস্টেম থেকে উবুন্টুতে আগমনকারী হোন- যেই হোন না কেন- আপনার জন্যই এই সহায়িকাটি লেখা হয়েছে।
~
If you are after more detail, there are excellent resources available at \url{http://help.ubuntu.com}. Ubuntu's built-in system documentation is also very useful for accessing help on specific topics, and can be found by clicking \menu{System\then Help and Support} in Ubuntu. If something isn't covered here, chances are you will find the information you are looking for in one of those locations. We will try our best to include links to more detailed help wherever we can.
2010-04-04
যদি আপনি আরো বিস্তারিত জানতে তাহলে \url{http://help.ubuntu.com} ঠিকানায় কাজের সবকিছুই পাবেন। উবুন্টুর বিল্ট-ইন সিস্টেম ডকুমেন্টেশনগুলোও নির্দিষ্ট কোন বিষয়ের সাহায্যের জন্য খুবই কাজের। এগুলো পাওয়া যাবে উবুন্টুর \menu{System\then Help and Support} অংশে। যদি এই সহায়িকাটিতে কোনকিছু না থাকে, তবে আপনাকে উল্লেখ করা ঐ দুটো স্থানে গিয়ে সে সম্পর্কে জানতে হবে। আরো বিস্তারিত সাহায্য যুক্ত করতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাবো।
~
Our goal is to cover the basics of Ubuntu (such as installation and working with the desktop) as well as guide you through some of the most popular applications. We designed this guide to be simple to follow with step-by-step instructions and plenty of screenshots, allowing you to discover the potential of your new Ubuntu system even if you are a novice computer user or are migrating from another operating system for the first time.
2010-04-04
আমাদের লক্ষ্য হচ্ছে উবুন্টুর একদম সাধারণ ব্যাপারগুলোকে (যেমন ইন্সটলেশন করা এবং ডেস্কটপে কাজ করা) একসাথে করা, এবং সেইসাথে কিছু জনপ্রিয় এ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করানো। ধাপে ধাপে নির্দেশনা ও প্রচুর ছবি দিয়ে এই সহায়িকাটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার নতুন উবুন্টু সিস্টেমের ক্ষমতার সাথে পরিচিত হতে পারেন। আপনি যেই হন না কেন- হোক আপনি একেবারেই নতুন কম্পিউটার ব্যবহারকারী কিংবা অন্য অপারেটিং সিস্টেম থেকে উবুন্টুতে আগমনকারী- আপনার জন্যই এই সহায়িকাটি লেখা হয়েছে।
~
\noindent Copyright \textcopyright{} \the\year{} by The Ubuntu Manual Team. Some rights reserved. \ccbysa
2010-04-04
\noindent \textcopyright{} \the\year{} উবুন্টু সহায়িকা দল কর্তৃক স্বত্ব সংরক্ষিত। কিছু স্বত্ব সংরক্ষিত। \ccbysa
~
\noindent This work is licensed under the Creative Commons Attribution--Share Alike 3.0 License. To view a copy of this license, see \hyperref[ch:license]{Appendix~}\ref{ch:license}, visit \url{http://creativecommons.org/licenses/by-sa/3.0/}, or send a letter to Creative Commons, 171 Second Street, Suite 300, San Francisco, California, 94105, USA.
2010-04-04
\noindent এই কাজটি ক্রিয়েটিভ কমন্স এ্যাট্রিবিউশন--শেয়ার এ্যালাইক ৩.০ লাইসেন্সের অধীনে করা হয়েছে। লাইসেন্সের একটি কপি দেখতে হলে \hyperref[ch:license]{Appendix~}\ref{ch:license} এ দেখুন বা \url{http://creativecommons.org/licenses/by-sa/3.0/} এ ভিজিট করুন, নীচের ঠিকানায় চিঠি পাঠাতে পারেন: Creative Commons, 171 Second Street, Suite 300, San Francisco, California, 94105, USA.
~
\newglossaryentry{wireless connection}{name={wireless connection}, description={A wireless connection involves no cables of any sort and instead uses a wireless signal to communicate with either a \gls{router} or access point.}}
2010-04-04
\newglossaryentry{wireless connection}{name={wireless connection}, description={ \gls{router} বা কোন এ্যাক্সেস পয়েন্টের সাথে তারবিহীন ভাবে ওয়্যারলেস সিগনালের মাধ্যমে কম্পিউটারের সংযোগকে ওয়্যারলেস কানেকশন বলা হয়।}}
~
\newglossaryentry{router}{name={router}, description={A router is a specially designed computer that using its software and hardware, routes information from the internet to a network. It is also sometimes called a gateway.}}
2010-04-04
\newglossaryentry{router}{name={router}, description={এক ধরনের বিশেষ কম্পিউটার যার কাজ হচ্ছে সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে বিভিন্ন নেটওয়ার্কে বিভিন্ন তথ্যপ্রবাহ নিশ্চিত করে তাকে রুটার বা রাউটার বলা হয়।}}
~
\newglossaryentry{package}{name={package}, description={Debian package files that hold the core information and code for applications to run.}}
2010-04-04
\newglossaryentry{package}{name={package}, description={এটা হল ডেবিয়ান প্যাকেজ ফাইল যা কিনা কোন এ্যাপ্লিকেশন চালনোর জন্য দরকারি সব তথ্য ও কোড সংরক্ষণ করে।}}
~
\newglossaryentry{notification area}{name={notification area}, description={The notification area is an applet on the panel that provides you with all sorts of information such as volume control, the current song playing in Rhythmbox, your internet connection status and email status.}}
2010-04-04
\newglossaryentry{notification area}{name={notification area}, description={নোঠিফিকেশন এরিয়া হচ্ছে একটা এ্যাপ্লেট যা আপনাকে সব ধরনের তথ্য প্রদান করে; যেমন শব্দ নিয়ন্ত্রণ, রিদমবক্সে কি গান চলছে, আপনার ইন্টারনেটেট সংযোগের অবস্থা এবং আপনার ইমেইল খবর।}}
~
\newglossaryentry{minimize}{name={minimize}, description={When you minimize an open application, it sits in an applet on a panel. If you click on a minimized applications panel button, it will then be restored to its normal state and allow you to interact with it.}}
2010-04-04
\newglossaryentry{minimize}{name={minimize}, description={যখন কোন এ্যাপ্লিকেশনকে মিনিমাইজ বা ছোট করে রাখা হয় তখন সেটা প্যানেলে একটা এ্যাপ্লেটে থাকে। যদি আপনি এই এ্যাপ্লেটে ছোট করে রাখা এ্যাপ্লিকেশনের প্যানেল বাটনটি ক্লিক করেন তবে এ্যাপ্লিকেশনটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে এবল আপনি আপনার স্বাভাবিক কাজ করে যেতে পারবেন।}}
~
\newglossaryentry{ISP}{name={\acronym{ISP}}, description={\acronym{ISP} stands for \emph{Internet Service Provider}, an \acronym{ISP} is a company that provides you with your internet connection.}}
2010-04-04
\newglossaryentry{ISP}{name={\acronym{ISP}}, description={\acronym{ISP} মানে হচ্ছে \emph{Internet Service Provider}, যে কোম্পানি আপনাকে ইন্টারনেট সংযোগ প্রদান করে সেটাই হচ্ছে \acronym{ISP}।}}
~
\newglossaryentry{DHCP}{name={\acronym{DHCP}}, description={\acronym{DHCP} stands for \emph{Dynamic Host Configuration Protocol}, it is used by a \acronym{DHCP} \gls{server} to assign computers on a network an IP address automatically.}}
2010-04-04
\newglossaryentry{DHCP}{name={\acronym{DHCP}}, description={\acronym{DHCP} হচ্ছে \emph{Dynamic Host Configuration Protocol}, নেটওয়ার্কে কোন কম্পিউটারে স্বয়ংক্রিয় আইপি এড্রেস দেবার জন্য \acronym{DHCP} \gls{server} এটা ব্যাবহার করে থাকে।}}
~
\newglossaryentry{desktop environment}{name={desktop environment}, description={A generic term to describe a GUI interface for humans to interact with computers. There are many desktop environments such as GNOME, KDE, XFCE and LXDE just to name a few.}}
2010-04-04
\newglossaryentry{desktop environment}{name={desktop environment}, description={এটি দিয়ে সাধারণত কম্পিউটারের সাথে মানুষের তথ্য বিনময়ের জন্য তৈরি করা গ্রাফিক্যাল ইন্টারফেসকে (গুই বা GUI) বোঝানো হয়। অনেক ধরনের ডেস্কটপ এনভায়রনমেন্ট রয়েছে। তাদের গ্নোম (GNOME), কেডিই (KDE), এক্সএফসিই (XFCE) ও এলএক্সডিই (LXDE) অন্যতম।}}
~
\newglossaryentry{GNOME}{name={\acronym{GNOME}}, description={\acronym{GNOME} (which once stood for GNU Network Object Model Environment) is the default desktop environment used in Ubuntu.}}
2010-04-04
\newglossaryentry{GNOME}{name={\acronym{GNOME}}, description={গ্নোম (\acronym{GNOME} এর মানে একসময় ছিল GNU Network Object Model Environment) হচ্ছে উবুন্টুর স্বাভাবিক বা ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট।}}
~
If you are after more detail, there are excellent resources available at \url{http://help.ubuntu.com}. Ubuntu's built-in system documentation is also very useful for accessing help on specific topics, and can be found by clicking \menu{System\then Help and Support} in Ubuntu. If something isn't covered here, chances are you will find the information you are looking for in one of those locations. We will try our best to include links to more detailed help wherever we can.
2010-04-03
যদি আপনি আরো বিস্তারিত জানতে তাহলে \url{http://help.ubuntu.com} ঠিকানায় কাজের সবকিছুই পাবেন। উবুন্টুর বিল্ট-ইন সিস্টেম ডকুমেন্টেশনগুলোও নির্দিষ্ট কোন বিষয়ের সাহায্যের জন্য খুবই কাজের। এগুলো পাওয়া যাবে উবুন্টুর \menu{System\then Help and Support} অংশে। যদি এই সহায়িকাটিতে কোনকিছু না থাকে, তবে আপনাকে উল্লেখ করা ঐ দুটো স্থানে গিয়ে সে সম্পর্কে জানতে হবে। আরো বিস্তারিত সাহায্য যুক্ত করতে আমরা বমাদের সর্বাত্মক চেষ্টা চালাবো।
~
Ubuntu core applications are all free and open source. We want you to use free and open source software, improve it, and pass it on.
2010-04-03
উবুন্টুর মূল এ্যাপ্লিকেশনের সবগুলোই ফ্রি ও ওপন সোর্স (উন্মুক্ত)। আমরা চাই আপনি ফ্রি ও ওপেনসোর্স সফটওয়ার ব্যবহার করুন, একে আরো উন্নত করুন এবং অন্যের সাথে ভাগাভাগি করুন।
~
\marginnote{More information about Ubuntu's online and system documentation can be found in \chaplink{ch:learning-more}.}
2010-04-03
\marginnote{উবুন্টুর অনলাইন ও সিস্টেম ডকুমেন্ট সম্পর্কে আরো বিশদভাবে জানা যাবে \chaplink{ch:learning-more}} অংশে।
~
\emph{Getting Started with Ubuntu 10.04} is not intended to be a comprehensive Ubuntu instruction manual. It is more like a quick-start guide that will get you doing the things you need to do with your computer quickly and easily, without getting bogged down in technical details.
2010-04-03
\emph{উবুন্টু সহায়িকা ১০.০৪} কে উবুন্টুর সম্পূর্ণ নির্দেশনা হিসেবে তৈরি করার উদ্দেশ্যে রচনা করা হয়নি। এটা অনেকটা দ্রুত-আরম্ভ করার একটা সহায়িকা মাত্র যা কিনা কোন রকম কারিগরী খুঁটিনাটি ছাড়াই আপনাকে আপনার কম্পিউটারে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত ও সহজে করতে সাহায্য করবে।